পদ্মায় ১৪ শিক্ষক নিয়ে ট্রলারডুবি, নিখোঁজ ২

0
ফরিদপুর Faridpur

পদ্মায় ভ্রমণে গিয়ে ট্রলারডুবিতে ২জন শিক্ষক নিখোঁজ হয়েছেন। বুধবার সন্ধ্যায় ফরিদপুর সদরের তাইজউদ্দীন মুন্সীর ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।

ফরিদপুর শহর থেকে বিকাল ৩টায় ট্রলার ভাড়া করে পদ্মায় ভ্রমণে যান ১৪ জন শিক্ষক। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে তীব্র স্রোতের মুখে ৩ নম্বর পন্টুনের সঙ্গে সংঘর্ষে শিক্ষকদের বহন করা ট্রলারটি ডুবে যায়। এ সময় ১২ জন শিক্ষক সাঁতারে পাড়ে উঠতে পারলেও আজমল ও আলমগীর নামের দুই শিক্ষক নিখোঁজ রয়েছেন। এলাকাবাসী ও ফরিদপুর ফায়ার সার্ভিস তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে।

ফরিদপুর সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম বলেন, তার স্কুলের ইংরেজির শিক্ষক রেজাউল করিমসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ শিক্ষকের একটি দল বিকেলে পদ্মা নদীতে ভ্রমণে যান। ফেরার পথে প্রচণ্ড স্রোতের কারণে তাদের ট্রলারটি ডুবে যয়। সারদা সুন্দরী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আজমল হোসেন ও ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আলমগীর হোসেন নিখোঁজ রয়েছেন।

নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তাকুজ্জামান জানান, “স্থানীয়দের সঙ্গে নিয়ে ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছে। নদীতে প্রবল স্রোত থাকায় উদ্ধারকাজে সমস্যা হচ্ছে।”