শনিবার দুপুরে নোয়াখালীর হাতিয়ার ভাসানচর থেকে পালিয়ে আসা আট রোহিঙ্গাকে আবারো তাদের ক্লাস্টারে ফেরত পাঠানো হয়েছে।
জানা যায়, নারী-শিশুসহ মোট আট রোহিঙ্গাকে চরজব্বর থানা থেকে ভাসানচর থানা পুলিশের হেফাজতে দেয়া হয়।
এ বিষয়ে চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আটক আট রোহিঙ্গাকে শনিবার দুপুরে ভাসনচরে পাঠিয়ে দেওয়া হয়েছে। এসময়ে ভাসানচর থানা থেকে পুলিশের একটি দল এসে তাদের নিয়ে যায়।
এদিকে ভাসানচর থানার উপপরিদর্শক (এসআই) মো. বিল্লাল হোসেন জানান, রোহিঙ্গাদের প্রত্যেককে তাদের পূর্বের ক্লাস্টারে পৌঁছে দেয়া হবে।
উল্লেখ্য এর আগে গত শুক্রবার দুপুরে সুবর্ণচরের আক্তার মিয়ারহাট এলাকা থেকে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয়রা।