পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা

0
পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টা

ফরিদপুর জেলার নগরকান্দায় হামলা চালিয়ে পুলিশের কাছ থেকে এক মাদক কারবারি আসামিকে ছিনিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার রাতে উপজেলার বাবুর কাইচাইল এলাকায় এ ঘটনাটি ঘটে। এসময় নগরকান্দা থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক রোবায়েত হাসান আহত হয়েছেন।

ঘটনায় শনিবার আটক গোলজার হোসেন (৪৮), সুলতান মাহমুদ মন্টু (৪০), আশরাফ হোসেন (৪০), সালাউদ্দিন (২৫) সহ বেশ কয়েকজনের নামে মামলা করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদক কারবারের সাথে জড়িত উপজেলার কাইচাইল গ্রামের ওসমান গনি মাতুব্বরের ছেলে গোলজার হোসেনকে (৪৮) আটক করে পুলিশ। এসময় স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডুর নির্দেশে আসামিসহ তার সহযোগীরা পুলিশের এএসআই রোবায়েতের ওপর হামলা চালিয়ে গোলজারকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। ইতোপূর্বে অভিযুক্তদের নামে আধিপত্য বিস্তার ও চাঁদাবাজির একাধিক মামলা রয়েছে। তারা সবাই শাহদাত আকবর লাবু চৌধুরীর অনুসারী বলে খবর পাওয়া গেছে।

নগরকান্দা থানার সহকারী উপ-পরিদর্শক রোবায়েত হাসান গণমাধ্যমকে বলেন, হামলায় আহত হলেও শেষ পর্যন্ত আসামিকে আটক করেই এনেছি। পরে নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নেই।

এ বিষয়ে কাইচাইল ইউপি চেয়ারম্যান কবির হোসেন ঠান্ডু গণমাধ্যমকে বলেন, আমি কখনো মাদকের সঙ্গে আপোষ করি না। মন্টু আমার ভাই হলেও সে একাজে দীর্ঘদিন ধরে জড়িত থাকায় বহুবার তাকে ভালো করার চেষ্টা করেছি। প্রতিপক্ষরা আমার নামে দুর্নাম রটানোর চেষ্টা করছে।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা বিপ্লব গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। একজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের আটকের চেষ্টা চলছে।