প্রশ্নফাঁসের আতঙ্কে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

0
প্রশ্নফাঁসের আতঙ্কে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বিভিন্ন প্রতিযোগিতা মূলক প্রায় সব পরীক্ষারই নিয়মিত প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটছে। এ ছাড়া বিভিন্ন নিয়োগ পরীক্ষাতেও উঠেছে প্রশ্ন ফাঁসের অভিযোগ। এই প্রশ্ন ফাঁসের ঘটনায় খোদ শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদও অসহায়ত্ব প্রকাশ করেছেন।

প্রশ্নফাঁসের আতঙ্কে ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা

বর্তমান সময়গুলোতে দেখা গেছে, প্রশ্নপত্র ফাঁস করেছেন প্রেসের কর্মচারীরা। এরই মধ্য চলতি মাসের শেষ দিকে অনুষ্ঠিত হতে যাচ্ছে ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।

তাই ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষাকে সামনে রেখে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে পিএসসি। এবারই এই বিসিএস-এ রেকর্ড সংখ্যক চাকরি প্রার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। পিএসসি চাইছে এই পরীক্ষায় যাতে কোনো ভাবেই প্রশ্ন ফাঁস না হয়। আগামী ২৯ ডিসেম্বর এই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এ বছর ৩৮তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে ৩ লাখ ৪৬ হাজার ৫৩২ জন প্রার্থী আবেদন করেছেন। এ প্রার্থীরাই প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নেবেন। এর আগে ৩৭তম বিসিএসে অংশ নেন ২ লাখ ৪৩ হাজার ৪৭৬ জন পরীক্ষার্থী। এর আগে সেটিই ছিল বিসিএসে সবচেয়ে বেশি প্রার্থীর আবেদন।

প্রিলিমিনারি পরীক্ষায় যাতে প্রশ্ন ফাঁস না হয় সে জন্য বেশ কয়েক সেট পরীক্ষার প্রশ্নপত্র তৈরি করা হচ্ছে বলে পিএসসির একাধিক সূত্র জানা যায়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে প্রতিটি কেন্দ্র পিএসসি নিজস্ব টাকায় প্রতিটি পরীক্ষা কেন্দ্রে দুটি করে মেটাল ডিটেক্টর সরবরাহ করছে। এ ছাড়া প্রতিটি পরীক্ষার হলে একটি করে ঘড়ি কিনে দিচ্ছে সংস্থাটি। এ ছাড়া পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠান বা সংস্থার সদস্যদের সঙ্গে আলাদা আলাদা করে বিশেষ বৈঠক করা শুরু করেছে পিএসসি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে