মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে সালিশ-বৈঠকে আরিফিন রেজা (২১) নামে এক ডিস ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে বেধড়ক মারধরের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার ঘটনায় এলাকায় ব্যাপক তোলপাড়ের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সালিশের নামে মারধর আর জরিমানা আদায়ের জন্য বিভিন্ন শ্রেণি পেশার মানুষ তীব্র নিন্দা জানিয়েছেন বলে খবর পাওয়া গেছে ।
জানা যায়, নির্যাতিত সেই ডিস ব্যবসায়ী বর্তমানে মুমূর্ষু অবস্থায় গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এদিকে এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দেওয়া হলেও শনিবার রাত ৯টা পর্যন্ত কোনো মামলা রেকর্ড করা হয়নি।
এ বিষয়ে ভুক্তভোগী আরিফিন রেজার বাবা কামাল হোসেন অভিযোগ করে বলেন, এক মাদরাসাছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্কের অভিযোগে বুধবার রাতে রেজাকে সালিশে ডেকে বেধড়ক মারধর করা হয়েছে। ডিস ব্যবসা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ফারুকের সঙ্গে দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে তার ধারণা। তাই তিনি ফারুকের যথাযথ শাস্তি দাবি করেন।
এদিকে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান বলেন, ‘আরিফিন রেজার পরিবারের অভিযোগের বিষয়টি আমাদের টিম তদন্ত করে দেখছে।’
Attachments area














