ফরিদপুরে সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৩

0

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো আটজন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টর দিকে উপজেলার ডাঙ্গি ইউনিয়নের ভবুকদিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুরে সড়ক দুর্ঘটনা নিহতের সংখ্যা বেড়ে ৩
তাদের ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

এ ব্যাপারে ফরিদপুরের নগরকান্দা থানার ওসি এএফএম নাসিম জানান, মাদারীপুরের টেকেরহাট থেকে ঢাকাগামী সোনারতরী পরিবহনের একটি বাস আজ সকাল সাড়ে ১০টার দিকে ওইস্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণহীণ বাসটি সড়কের পাশের কয়েকজন পথচারীকে চাপা দিয়ে একটি সরবত বিক্রির দোকানে ঢুকে পড়ে। এতে ঘটনাস্থলেই মেহেরুন নেছা, সেকেন শেখ ও ওয়াজেদ নামের তিন ব্যক্তি নিহত হয়। আহত হয় আটজন।

তিনি বলেন, আহতদের উদ্ধার করে স্থানীয়রা ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। খবর পেয়ে নগরকান্দা থানা পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার তৎপরতা চালায়।

দুর্ঘটনার পর পরই উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর এবং ওই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ফলে সড়কের উভয় পাশে কয়েক হাজার যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে