বরিশাল বিভাগে আবারো ৫০০ রোগী শনাক্ত!

0
করোনা Corona

বরিশাল বিভাগে গত বুধবার সকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে আরও ১৩ জনের মৃত্যু হয়েছে; নতুন করে শনাক্ত রোগীর সংখ্যা ৫০০। যা নিয়ে বিভাগে এ পর্যন্ত মোট করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৯৬ জনে।

জানা যায়, গত ২৪ ঘণ্টায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের করোনার আইসোলেশন ওয়ার্ডে করোনা উপসর্গ নিয়ে ১০ জন ও করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. বাসুদেব কুমার দাস জানান, মারা যাওয়া এই তিনজনই পিরোজপুর জেলার। এ নিয়ে বরিশাল বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩৬৮ জনে।

তিনি আরো জানান, মোট আক্রান্ত ২৪ হাজার ৫৯৬ জনের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ হাজার ৬০০ জন।

হাসপাতাল পরিচালক কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শেবাচিমের করোনার আইসোলেশন ওয়ার্ডে ২৮ জন ও করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন ২৬জন রোগী। এছাড়া করোনা ও আইসোলেশন ওয়ার্ডে এখন পর্যন্ত ২৭৯ জন চিকিৎসাধীন।

এদের মধ্যে করোনা ওয়ার্ডে ১০৩ জন রোগী এবং আইসোলেশন ওয়ার্ডে ১৭৬ জন রোগী চিকিৎসাধীন।