প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিদ্যুতের অপচয়রোধে সবাইকে প্রিপেইড মিটার ব্যবহারের আহ্বান করেন । তিনি বলেন , ‘ বিদ্যুৎ দেশ ও জনগণের সম্পদ । সরকার সারাদেশে বিদ্যুতের অপচয় রোধে প্রিপেইড মিটার অন্তর্ভুক্ত করবে । বিদ্যুতের অপচয় রোধে প্রিপেইড মিটার ব্যবহার করুন । তাহলে হলে সিস্টেম লস হবে না ।
আজ রবিবার ( ১০ সেপ্টেম্বর ) গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৫৫৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দু ’ টি বিদ্যুৎকেন্দ্র , ত্রিপুরা থেকে অতিরিক্ত ৬০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি ও ১০ উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন ।
তিনি বলেন , আপনি যেটুকু বিদ্যুৎ ব্যবহার করবেন , শুধু সেটুকুরই বিল আপনাকে পরিশোধ করতে হবে। প্রয়োজন শেষে নিজের ঘরের বৈদ্যুতিক বাতি ও ফ্যানের সুইচটি নিজ হাতে বন্ধ করে দিন। এ ব্যাপারে আমি সবার সহযোগিতা কামনা করি।
জনগণের কল্যাণে সরকারের নেওয়া বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন , ‘ জনজীবনের পরিবর্তিত চাহিদাকে মূল্যায়নে রেখেই উন্নয়নে অগ্রাধিকার খাত চূড়ান্ত করছে সরকার। ’ জনগণের জীবনমান বাড়াতে সরকারের বিভিন্ন পদক্ষেপ ও সফলতার কথা তুলে ধরে তিনি বলেন , ‘ দ্রুত বিদ্যুতের চাহিদা বাড়া জনগণের জীবনমান বাড়ার বড় প্রমাণ। ’
শেখ হাসিনা বলেন , ‘ খাদ্যের পর বিদ্যুৎ ও যোগাযোগ খাতে জনগণের চাহিদা বাড়ায় অগ্রাধিকার ভিত্তিতে এসব খাতের উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার। ’ উন্নয়নকে টেকসই রাখতে সবার সহযোগিতা কামনা করেন তিনি ।
এ সময় বিপথগামীদের জঙ্গিবাদের আত্মঘাতী পথ থেকে সরিয়ে আনতে শিক্ষক ও ইমামদের মতো সমাজের গণ্যমান্যদের আরও তৎপর হওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করা নতুন দু ’ টি বিদ্যুৎকেন্দ্র হলো — আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট ( নর্থ ) ও কেরানীগঞ্জের ১০৮ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎকেন্দ্র।
শতভাগ বিদ্যুতের আওতায় আনা ১০ উপজেলা হলো — বাগেরহাট জেলার মোল্লাহাট , ফকিরহাট , দিনাজপুর জেলার হাকিমপুর , ঝিনাইদহের কোটচাঁদপুর , সিলেটের ফেঞ্চুগঞ্জ , সিলেট সদর , কুষ্টিয়ার ভেড়ামারা , কিশোগঞ্জের ভৈরব , চট্টগ্রামের সীতাকুণ্ডু ও নরসিংদী সদর উপজেলা ।
ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী সরকারি কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পাশাপাশি শিক্ষার্থী , দিনমজুর , চা শ্রমিক , শিক্ষক , ইমামসহ কিশোরগঞ্জ , চট্টগ্রাম , ব্রাহ্মণবাড়িয়া , বাগেরহাট , পটুয়াখালী , সিলেটসহ ৭ জেলা ও ১০ উপজেলার বিভিন্ন শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তিনি সবাইকে বিদ্যুৎ ব্যবহারে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানান ।
এই সময় গণভবনে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ , জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক – ই – ইলাহী চৌধুরী , বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু প্রমুখ ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব কামাল আবদুল নাসের চৌধুরী ।