লক্ষ্মীপুর জেলার বীর মুক্তিযোদ্ধা এবং ফুটবলার (সাবেক গোলরক্ষক) জগদিশ চন্দ্র সাহা পঞ্চু (৭৮) মারা গেছেন। স্থানীয়ভাবে তিনি পঞ্চু দা নামে পরিচিত ছিলেন।
সোমবার দিবাগত রাত ১১টার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে হৃদরোগে মারা যান তিনি। এর আগে তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন।
আজ সকালে লক্ষ্মীপুর মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার হুমায়ুন কবির তোফায়েল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। তিনি পঞ্চু দার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
পঞ্চু দার মৃত্যুতে লক্ষ্মীপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য এ কে এম শাহজাহান কামাল, লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য এডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব, লক্ষ্মীপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক মাইন উদ্দিন পাঠান গভীর শোক প্রকাশ ও তার আত্মার শান্তি কামনা করেছেন।
পরিবার সূত্রে জানা যায়, তিনি করোনায় আক্রান্ত হয়ে ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। তবে তিনি সুস্থ হয়ে উঠেছিলেন। ৫ সেপ্টেম্বর তাকে লক্ষ্মীপুর নিয়ে আসার কথা ছিলো।
কিন্তু তিনি হৃদরোগে আক্রান্ত হন। চিকিৎসাধীন অবস্থায় সোমবার দিবাগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মঙ্গলবার বিকেলে গার্ড অব অনার দিয়ে সমসেরাবাদ শ্মশান ঘাটে তার শেষকৃত্য হবে।
সহপাঠিরা গণমাধ্যমকে জানিয়েছেন, পঞ্চু দা সরল, মার্জিত ও উজ্জ্বল ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। ১৯৬০ এর দশকে তিনি লক্ষ্মীপুরের ফুটবল জগতের একজন কিংবদন্তি গোলরক্ষক ছিলেন। চট্টগ্রামের প্রথম বিভাগ ফুটবল দলেও খেলেছেন তিনি।
১৯৭০ এর দশকে নাটক, মঞ্চ নির্মাণ ও নাটক প্রদর্শনীতে তিনি অন্যতম প্রধান কর্মী ছিলেন। ১৯৯৫-৯৬ সালে লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হল ভবন সংস্কার, ২০০৪ থেকে ২০১২ পর্যন্ত টাউন হল মিলনায়তন নির্মাণে অগ্রণী ভূমিকা রেখেছেন। তিনি লক্ষ্মীপুর পাবলিক লাইব্রেরি ও টাউন হলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
জাতীয় সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট বেলায়েত হোসেন বেলাল জানান, পঞ্চু দা আমাদের জেলা কমিটির সভাপতি ছিলেন। তার মৃত্যুতে আমাদের সভাপতি আ স ম আবদুর রব গভীর শোক প্রকাশ করেছেন।
Attachments area