পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার দক্ষিণ মাহামুদকাঠি গ্রামের আকন বাড়িতে মো. জয়নাল আকন (৭০) নামে এক বৃদ্ধকে বৃহস্পতিবার দুপুরে কোদাল দিয়ে পিটিয়ে হত্যা করেছে তার মাদকাসক্ত ছেলে।
নিহতের আরেক ছেলে সুমন আকন জানান, তার ভাই রাজ্জাক এলাকার চিহ্নিত মাদকাসক্তদের একজন। সংসারে তার স্ত্রী ও ছেলে মেয়ে থাকলেও সে কোনো কাজকর্ম করে না। এছাড়া রাজ্জাক প্রায়ই নেশার টাকা জোগাড়ের জন্য বাবা ও ভাইদের সাথে ঝগড়া করত। ঘটনার দিন দুপুরেও রাজ্জাক বাড়িতে এসেছিল তার বৃদ্ধ বাবার কাছে নেশার টাকা চাইতে। কিন্তু বৃদ্ধ বাবা টাকা দিতে রাজি না হওয়ায় সে কোদাল দিয়ে বাবার মাথায় আঘাত করে। তাৎক্ষণিকভাবে আহতাবস্থায় বৃদ্ধকে বরিশাল শেরেবাংলা মেডিকেলে নেয়া হলে হাসাপাতালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে নেছারাবাদ (স্বরূপকাঠি) থানার ওসি আবীর মোহাম্মদ হোসেনের সাথে কথা বললে তিনি জানান, এলাকাবাসী তাদের জানিয়েছেন হত্যাকারী নেশাগ্রস্ত। তবে এ ব্যাপারে এখনও কোনো মামলা হয়নি। মামলা করলে দ্রুতই আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।














