নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁওয়ে ভেজাল ওষুধ উৎপাদনের দায়ে ৪জনকে ১৫ দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ‘সেফটি হেলথ ইউনানি ল্যাব’ নামে ভেজাল ওষুধ তৈরি প্রতিষ্ঠানটি সিলগালা করে দেওয়া হয়।
বৃহস্পতিবার বিকেলে চেঙ্গাইল দক্ষিণপাড়া এলাকায় অভিযানটি পরিচালনা করে র্যাব।
কারাদন্ডপ্রাপ্তরা হলেন-মো. মনির হোসেন (২৯), মো. নজরুল ইসলাম (৪৪), মো. ফজল খান (৬৫) এবং মো. ইয়াছিন (১৯)।
শুক্রবার দুপুরে র্যাব-১১ এর উপ-পরিচালক লেফটেন্যান্ট কমান্ডার মাহমুদুল হাসান এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এসময় সেফটি হেলথ ইউনানি ল্যাবের ফ্যাক্টরিতে বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধসহ ৪জনকে আটক করা হয়। জনস্বাস্থ্যের ওপর অবৈধ প্রক্রিয়ায় উৎপাদন ও প্রক্রিয়াজাত করা এসব ওষুধের মারাত্মক ক্ষতিকর প্রভাব রয়েছে। তাই নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম মুস্তাফা মুন্না ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে আটক প্রত্যেককে ২৫ হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকা জরিমানা করেন। অনাদায়ে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। অতঃপর ওই ফ্যাক্টরিতে উৎপাদিত বিপুল পরিমাণ ভেজাল ভেষজ ওষুধ ধ্বংস করা হয়।
Attachments area