ভৈরবে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

0

কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সাদেকপুর ইউপির ৮নং ওয়াডের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মানিক মিয়াকে ছুরিকাঘাতে খুন করেছে প্রতিপক্ষের লোকজন।

ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতা খুন

গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে মেন্দিপুর এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

ভৈরব থানার ওসি মো. মোখলেছুর রহমান জানান, শনিবার রাতে মানিক মিয়া মেন্দিপুর বাঁধে যান। সেখানে পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

এসময় স্থানীয় লোকজন প্রতিপক্ষের দুইজন লোককে আটক করে পুলিশে দেয়।

ওসি জানান, পুলিশ রাত ১১ টায় নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। রোববার সকালে লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে