রাশিয়ার বহিষ্কার করা যুক্তরাষ্ট্রের ৬০ কূটনীতিকের প্রথম দলটি বৃহস্পতিবার মস্কোতে থাকা ওয়াশিংটনের দূতাবাস ছেড়ে চলে গেছেন। রাশিয়ার সাবেক এক গুপ্তচর ও তার মেয়েকে বিষাক্ত রাসায়নিক গ্যাস (নার্ভ এজেন্ট) প্রয়োগ করে হত্যা প্রচেষ্টা চালানোর অভিযোগকে কেন্দ্র করে সৃষ্ট বিতর্কের জের ধরে পাল্টা পদক্ষেপ হিসেবে এসব মার্কিন কূটনীতিককে বহিস্কার করা হয়। খবর এএফপি’র।
খবরে বলা হয়, অনেক মার্কিন কূটনীতিক ও তাদের পরিবারের সদস্যরা তিনটি বাস ও একটি মিনিবাসে করে দূতাবাস ত্যাগ করে বিমানবন্দরের উদ্দেশে রওনা দেয়। মার্কিন কূটনীতিকদের রাশিয়া ত্যাগে মস্কো বৃহস্পতিবার পর্যন্ত সময় বেধে দিয়েছিলো।