কুমিল্লায় ৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

0
কুমিল্লা

ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লার তিনটি প্রকল্পের উদ্বোধন করলের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার গণভবন থেকে কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সাথে এ ভিডিও কনফারেন্স হয়।
কুমিল্লা
উদ্বোধন হওয়া প্রকল্পগুলো হচ্ছে- কোম্পানীগঞ্জ-মুরাদনগর-হোমনা সড়ক, গৌরীপুর-হোমনা সেতু, পদুয়ার বাজার ও শাসনগাছা রেলওয়ে ওভারপাস। ভিডিও কনফারেন্সে গণভবন থেকে প্রধানমন্ত্রীর সাথে যোগ দেন সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

কুমিল্লা থেকে ভিডিও কনফারেন্স সঞ্চালনা করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর। প্রধানমন্ত্রীকে কুমিল্লাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন সদর আসনের এমপি আ ক ম বাহাউদ্দিন বাহার, জেলা পরিষদের চেয়ারম্যান আবু তাহের ও নারী নেত্রী পাপড়ি বসু।

এ সময় পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন, জেলা পরিষদের সাবেক প্রশাসক ওমর ফারুক, সড়ক ও জনপদ বিভাগ কুমিল্লা অঞ্চলের কর্মকর্তারাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।