মানববন্ধনে যেতে বাধ্য করায় তিন শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ

0
মানববন্ধনে যেতে বাধ্য করায় তিন শিক্ষার্থীকে কারন দর্শানোর নোটিশ

মিটন চাকমা নামের এক ছাত্রকে মানববন্ধনে যেতে বাধ্য করার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার বিকেলে তাদের শোকজ করে তিনদিনের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

তিন শিক্ষার্থী হলেন— চবির পদার্থ বিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আশরাফি নিতু, অর্থনীতি বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাজেশ্বর দাস ও ইংরেজি বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ শিহাব।

এর মধ্যে আশরাফি নিতু ছাত্র ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক, রাজেশ্বর ও শিহাব গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের সক্রিয় কর্মী বলে খবর পাওয়া গেছে।

বিশ্ববিদ্যালয় প্রক্টর রবিউল হাসান ভূঁইয়া গণমাধ্যমকে জানান, ২ সেপ্টেম্বর সকালে পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে প্রক্টর অফিসে একটি স্মারকলিপি জমা দেন ৭ শিক্ষার্থী। কিন্তু স্মারকলিপিতে ১১ জনের স্বাক্ষর থাকলেও উপস্থিত ছিলেন ৭জন। এর মধ্যে ৪জনের স্বাক্ষর করা হাতের লেখা একই ছিল। বিষয়টি আমার কাছে সন্দেহজনক মনে হয়।

তিনি আরও জানান, এরই মধ্যে একইদিন বিকেলে ওই স্মারকলিপিতে স্বাক্ষরিত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র অভিযোগ দেন, তাকে স্মারকলিপিতে স্বাক্ষর ও পদযাত্রায় অংশগ্রহণ করতে বাধ্য করা হয়। এতে মোট ৩জনের নাম উল্লেখ ছিল। এরই প্রেক্ষিতে অভিযুক্ত ওই ৩ শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

অপরদিকে তিন ছাত্র নেতাকে মিথ্যা অভিযোগে শোকজ করা হয়েছে এই দাবি করে ক্ষোভ জানিয়েছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল।

সংগঠনটির সভাপতি আরিফ মঈনুদ্দিন ও সাধারণ সম্পাদক উজ্জ্বল বিশ্বাস গণমাধ্যমকে জানান, করোনা পরিস্থিতিতে পরীক্ষা চলাকালীন পরিবহন ব্যবস্থা চালু চবি শিক্ষার্থীদের প্রাণের দাবি। তাছাড়া সাধারণ শিক্ষার্থীদের স্বার্থে কোনো দাবিতে মিছিল ও মানববন্ধন সংগঠিত করা কোনো অপরাধমূলক কাজ নয়। তাই কোনো ছাত্রকে প্ররোচিত করার প্রশ্নই এখানে অবান্তর। আসলে আন্দোলনকারী ছাত্র নেতাদের হয়রানি করার উদ্দেশ্যে অভিযোগ আনয়নকারীকে দিয়ে এ মিথ্যা অভিযোগপত্র দিতে বাধ্য করেছে প্রশাসন।

২ সেপ্টেম্বর সকালে পরীক্ষা চলাকালীন যাতায়াতের জন্য পরিবহন ব্যবস্থা নিশ্চিতের দাবিতে পদযাত্রা করেন মোট ১১ শিক্ষার্থী। পরে অবিলম্বে শাটল ট্রেন কিংবা বাস সার্ভিস চালুর দাবি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর স্মারকলিপি দেন তারা।