ময়মনসিংহে মাছ ধরা নিয়ে সংঘর্ষে মারা গেল এক যুবক

0
ময়মনসিংহ Mymensingh

ময়মনসিংহের ফুলপুর উপজেলায় মাছ ধরা নিয়ে সংঘর্ষে রুহুল আমীন (৩৫) নামে এক যুবক নিহত ও ৬ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকালে উপজেলার ঠাকুরবাখাই গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, নাকানন্দি নদী থেকে তিন দিন আগে রুহুল আমীন পক্ষের একটি মাছ ধরার জাল হারিয়ে যায়। এ নিয়ে আজকে বিকালে সংঘর্ষে রুহুল আমীন ও তার খালাতো ভাই উপজেলার ঠাকুরবাখাই গ্রামের হাফিজুল ইসলাম, আব্দুল হান্নান, সিদ্দিকুর রহমান। অপরপক্ষের ইয়াসিন আলী তার ছেলে ফুলচান মিয়া ও বাবুল মিয়া আহত হন। তাদের ময়মনসিংহ হাসপাতালে নেয়ার পর রুহুল আমিনের মৃত্যু হয়।

ফুলপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।