গত সোমবার সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ও করোনা উপসর্গ নিয়ে যশোরে আরও ১৩ জন মারা গেছেন। এরমধ্যে করোনা আক্রান্ত রোগী ১০জন এবং করোনা উপসর্গে মৃত্যু হয়েছে ৩ জনের।
যশোর সিভিল সার্জন অফিসের তথ্য কর্মকর্তা ডা. মো. রেহেনেওয়াজ আজ মঙ্গলবার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে বলেন, গত ২৪ ঘণ্টায় যশোরে ১ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষায় কোভিড পজিটিভ হয়েছেন ৩৬৫ জন। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার প্রায় ৩১ ভাগ। অপরদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০ জনের এবং করোনা উপসর্গে মৃত্যু হয়েছে আরো ৩ জনের। এ নিয়ে যশোর জেলায় মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ২৪০ জনে।
এদিকে যশোর জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আর এম ও) ডা. আরিফ আহমেদ জানান, শুধু এক যশোর হাসপাতালেই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৭ জনের এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। তিনি আরো জানান, বর্তমানে এই হাসপাতালে ২২৬ জন রোগী ভর্তি রয়েছেন।