প্রায় ৬০ লাখ টাকা মূল্যের হেরোইনসহ টিকটকার মুক্তি পারভীন (১৯) গ্রেফতার করেছে র্যাব। রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর এলাকা থেকে পারভীনকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তার হওয়া মুক্তি পারভীন গোদাগাড়ীর শ্রীমন্তপুর এলাকার মোখলেছার রহমানের মেয়ে। গ্রেপ্তারের সময় তার সাথে থাকা ছয় প্যাকেটে ৬০০ গ্রাম হেরোইন জব্দের কথা জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, গোপন সংবাদ পেয়ে রাতে গোপালপুর এলাকায় অভিযানে যায় র্যাব-৫ মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল। এ সময় ওই এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই তরুণীকে। পাওয়া যায় ৬০০ গ্রাম হেরোইন।
র্যাবের জিজ্ঞাসাবাদে অনেকদিন ধরেই মাদক ব্যবসায় নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন ওই তরুণী। গ্রেপ্তারের পর পারভীনের বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়
মামলার বিয়ষটি নিশ্চিত করে গোদাগাড়ী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম সংশ্লিষ্ট তরুণীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।