সোমবার দুপুরে রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় একটি নির্মাণাধীন পেট্রোল পাম্পের ছাদ ধসে চার শ্রমিক নিহত হয়েছে। আহত অবস্থায় উদ্ধার হয়েছে আরও তিনজন। উপজেলার বাহাদুরপুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন সায়েরা ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে বলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেন জানান।
নিহতরা হলেন, উপজেলার যাত্রাপুর গ্রামের দুলাল মিয়া (৫০) ও নাজমুল (১৮), সদর উপজেলার সাদেকপুর গ্রামের আবু সাঈদ (৪০) ও সরাইল উপজেলার তেরকান্দা গ্রামের মিজান (৩৫)।
আহত শিপন মিয়া (২৮), রিপন মিয়া (৩০) ও হানিফ মিয়াকে (৩৫) স্থানীয় ডে-নাইট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ কর্মকর্তা ইকবাল বলেন, বেলা ২টার দিকে জেলা সার সমিতির সভাপতি জালাল উদ্দিনের নির্মাণাধীন সায়েরা ফিলিং স্টেশনের ভবন নির্মাণের কাজ করছিল শ্রমিকরা। এ সময় হঠাৎ করে ছাদের বিভিন্ন অংশ ধসে শ্রমিকদের ওপর পড়ে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তিনজনকে উদ্ধার করে ডে-নাইট হাসপাতালে পাঠায়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে ধ্বংসস্তুপ থেকে চারজনের মরদেহ উদ্ধার করে বলে জানান তিনি।
উদ্ধার কাজ চলছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।
নিহতদের দাফনের জন্য জেলা প্রশাসন থেকে ২০ হাজার টাকা করে দেওয়া হবে বলেও জানান তিনি।