নরসিংদীর শিবপুরে বাসচাপায় দুই পথচারী নিহত ও একজন আহত হয়েছেন। এ ঘটনায় উত্তেজিত জনতা বাসটি ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে।
মঙ্গলবার বিকালে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর হাজী বাগান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, শিবপুর শ্রীফুলিয়া গ্রামের কিতাব আলীর স্ত্রী রোকেয়া বেগম (৫৫) ও শিবপুর সৃষ্টিঘর এলাকার কাজী আয়েছ আলীর স্ত্রী অনোয়ারা বেগম (৬৫)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট থেকে উত্তরা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। বাসটি ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুর সৃষ্টিঘর হাজী বাগান এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে তিন পথচারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের দু’জন মারা যায়। আহত হন তানজিনা (১৫) নামের এক তরুণী। পরে বাসটি একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় উত্তেজিত জনতা ভাঙচুরের পর বাসে আগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ নূর হায়দার তালুকদার জানান, “লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ঘাতক বাসটি জব্দ করা হয়েছে।”