সাতক্ষীরার আশাশুনির কুল্যা গুনাকরকাটী ব্রিজ থেকে নিচে নদীর কালাপানির মধ্যে ছুঁড়ে ফেলে দেওয়া নবজাতক শিশুটিকে অনেক কষ্টে উদ্ধার করা গেলেও শেষমেষ আর বাঁচানো যায়নি। জানা যায়, সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে শিশুটিকে বাঁচাতে সর্বাত্মক চিকিৎসা দেওয়া হয় কিন্তু কোনো লাভ হয়নি।
স্থানীয় সূত্র মতে, মঙ্গলবার (১৩ জুলাই) সকালে ওই ব্রিজের নিচে বেতনা নদীর কাদাপানিতে কে বা কারা সদ্যোজাত এই শিশুটিকে ছুঁড়ে ফেলে দিয়ে চলে যায়। এতে তার মাথা থেঁতলে গিয়ে প্রচুর রক্তক্ষরণ হতে থাকে। জানা যায়, শিশুটির বয়স ২৪ ঘণ্টার বেশি নয়।
ছোট্ট এই শিশুটিকে আজ উদ্ধার করেন কুল্ল্যা ইউপি চেয়ারম্যান মো. হারুন সাহেব। পরে তিনি থানায় খবর দিলে পুলিশ এসে শিশুটিকে নিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে শিশু ওয়ার্ডের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করে। এ সময় শিশুটিকে প্রয়োজনীয় সব ধরনের চিকিৎসাই দেওয়া হয়।
এ বিষয়ে আশাশুনি থানার ওসি মো. গোলাম কবিরের সাথে কথা বললে জানা যায়, দুপুর ২টার সময় শিশুটির মৃত্যু ঘটে। এছাড়া দায়িত্বরত ডাক্তার পুলিশকে জানায়, অনেক উপর থেকে পড়ায় শিশুটির মাথায় গুরুতর আঘাত লেগেছিল। তাই তাঁকে আর বাঁচানো যায় নি