সাভারে নারী কাপড় ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

0
সাভারে নারী কাপড় ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা

সাভারে এক নারী কাপড় ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করেছে আরেক নারী। বুধবার দুপুর ১২টার দিকে সাভার পৌরসভার ২ নং ওয়ার্ডের কোটবাড়ি এলাকার আব্দুল গফুর ওরফে বাবুলের টিনশেড বাড়ি থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই নারী একই এলাকায় ফেরি করে কাপড় বিক্রি করতেন। তবে তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।

এসময় পুলিশ জানায়, মঙ্গলবার রাতে অজ্ঞাত দুই নারী বাবুলের বাসায় ভাড়াটিয়া হিসেবে ওঠেন। এদিন রাতেই ওই কাপড় ব্যবসায়ী নারীকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যান আরেক নারী। সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে নিহতের মৃতদেহ উদ্ধার করা হয়।

সাভার থানার উপ-পরিদর্শক (এসআই) ওবায়দুল বলেন, “নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।”