সিটিসেল কে লাইসেন্স ফিরিয়ে দেয়ার নির্দেশ উচ্চ আদালতের!

0

সুপ্রিম কোর্টের আপিল বিভাগ বন্ধ হয়ে যাওয়া মোবাইল অপারেটর সিটিসেল কে লাইসেন্স ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কে ২৪ ঘন্টা সময় দিয়েছে আদালত।

২১ অক্টোবর বকেয়া টাকা পরিশোধ না করার অভিযোগে সিটিসেলের লাইসেন্স স্থগিত করে বিটিআরসি। তবে পরে আদালত নির্দেশ দেন এ বছরের উনিশ নভেম্বরের মাঝে ১০০ কোটি পরিশোধ করার শর্তে যেন সিটিসেলের লাইসেন্স ফিরিয়ে দেয়া হয়। আদালতের নির্দেশ সত্ত্বেও ২৪ জুলাই ২০১৭ তে বিটিআরসি সিটিসেলের লাইসেন্স বাতিল করে দেয়।

এ পদক্ষেপের বিরুদ্ধে মামলা করে সিটিসেল। পরে আজ আদালত বিটিআরসিকে লাইসেন্স ফিরিয়ে দেয়ার নির্দেশ দিয়েছেন।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে