সেনাবাহিনী দেখেই বরকে রেখে পালাল সবাই

0

কনের বাড়িতে চলছে বিয়ের আয়োজন। বরযাত্রী নিয়ে উপস্থিত হয়েছেন বর। আরেকটু পরেই পরিবেশন করা হবে খাবার। লকডাউনের বিধিনিষেধ বা স্বাস্থ্যবিধির নেই কোনো বালাই। তবে মুহূর্তে পরিবর্তন হয় দৃশ্যপটের। বিয়েতে আগমন ঘটে সেনাবাহিনীর। মুহূর্তেই বিয়ে বাড়িতে সেনাসদস্যদের উপস্থিতি দেখে বরকে রেখে পালাল সবাই। এমনকি বরযাত্রীরাও।

রবিবার ফেনী জেলার সোনগাজী উপজেলার আমিরাবাদ ইউনিয়নে এ ধরণের ঘটনা ঘটে।

আমিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান জহিরুল আলম বলেন, লকডাউনের নিয়ম অমান্য করে সফরপুরের ছলিম উদ্দিন মুন্সি বাড়িতে হেদায়েত উল্যার মেয়ের বিয়ের আয়োজন করা হয়েছিল। খবর পেয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকির হোসেন সেনাবাহিনীর সদস্যদের নিয়ে অভিযানে যান। সেনা সদস্যদের দেখেই বিয়েতে আসা সকল অতিথি বরকে রেখে পালিয়ে যায়। পরে এসিল্যান্ড মেয়ের বাবা থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করে। এরপর ভবিষ্যতে এমন কাজ করবে না মুচলেকা দিয়ে তাঁর (চেয়ারম্যানের) উপস্থিতিতে স্বল্প পরিসরে বিয়ের কাজ সম্পন্ন করার আদেশ প্রদান দেন।

সহকারী ভূমি কমিশনার জাকির হোসেন সাংবাদিকদের জানান, সচেতনতার অভাবে মানুষ লকডাউন অমান্য করে সামাজিক অনুষ্ঠান আয়োজন করছে। লকডাউন না মেনে সামাজিক অনুষ্ঠান আয়োজন করায় ১০ হাজার টাকা জরিমানা ও মুচলেকা নিয়ে চেয়ারম্যানের উপস্থিতিতে স্বল্প পরিসরে বিয়ের কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।