কিশোরগঞ্জের ইটনায় হাওরে মাছ ধরতে গিয়ে নৌকাডুবিতে দুই জেলে নিহত হয়েছেন। সোমবার মৃগার হাওরে ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ মৃতদেহ উদ্ধার করেন। এর আগে রবিবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শামীম মিয়া ও জয় বাদশা। শামীম মিয়া মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের সারাজ মিয়ার ছেলে ও জয় বাদশা একই গ্রামের মাস্টার আলীর ছেলে।
ইটনা থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসার হাবীব বলেন, মাছ ধরতে রবিবার রাত ৮টার দিকে হাওরে যান উপজেলার মৃগা ইউনিয়নের প্রজারকান্দা গ্রামের বুলবুল, কালাম, সাদির মিয়া, জয় বাদশা ও শামীম মিয়া। রাত সাড়ে ১২টার দিকে প্রচণ্ড ঝড়ো বাতাসে নৌকাটি ডুবে যায়। এ সময় তিন জেলে সাঁতরে তীরে উঠতে পারলেও পানিতে ডুবে নিখোঁজ হন শামীম মিয়া ও জয় বাদশা। পরে হাওরে মৃতদেহ ভাসতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।