এক দিনের ব্যবধানে ভারতে নতুন করোনা আক্রান্ত রোগীর সংখ্যা কমেছে ১০ হাজারের মতো। আর এতেই ১৩২ দিন পর দৈনিক সংক্রমণে সবচেয়ে কম রোগীর ঘটনা দেখেছে ভারত। অন্যদিকে দৈনিক মৃত্যুও আগের দিনের তুলনায় কমেছে। একইসঙ্গে ১২৪ দিন পর দেশটিতে সক্রিয় রোগী নেমেছে চার লাখের নিচে।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন ২৯ হাজার ৬৮৯ জন মানুষ। অর্থাৎ আগের দিনের তুলনায় দেশটিতে নতুন সংক্রমিত রোগী কমেছে প্রায় ১০ হাজার। সর্বশেষ এই সংখ্যাসহ মহামারির শুরু থেকে দেশটিতে করোনায় আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ১৪ লাখ ৪০ হাজার ৯৫১ জনে।