যুবাদের সুপার ক্ল্যাসিকো, ব্রাজিল আর্জেন্টিনার দেখা হতে হতে পারে কোয়ার্টারে

0
যুবাদের সুপার ক্ল্যাসিকো, ব্রাজিল আর্জেন্টিনার দেখা হতে হতে পারে কোয়ার্টারে

কোপা আমেরিকার ফাইনালে মহা উত্তেজনাকর সুপার ক্ল্যাসিকো দেখেছে ফুটবল দুনিয়া। সপ্তাহ দুয়েকের ব্যবধানে সম্ভাবনা উঁকি দিচ্ছে আরেকটি সুপার ক্ল্যাসিকোর। বড়োদের লড়াই না হলেও, অলিম্পিকে দুই লাতিন পরাশক্তির যুব দল নামতে পারে একে অপরের বিরুদ্ধে।

টোকিও অলিম্পিকের ফুটবল ইভেন্টে ব্রাজিল অনুর্ধ্ব-২৩ ও আর্জেন্টিনা অনুর্ধ্ব-২৩ দলের যাত্রা ছিল দুইরকম। নিজেদের প্রথম ম্যাচে রিচার্লিসনের হ্যাটট্রিকে জার্মানিকে উড়িয়ে দেয় ব্রাজিল, অপর দিকে অস্ট্রেলিয়ার কাছে হারে আর্জেন্টিনা।

দ্বিতীয় ম্যাচে দৃশ্যপটে বদল। আইভরি কোস্টের বিপক্ষে সেলেসাওরা ড্র করলেও মিশরকে ১-০ গোলে হারায় আকাশি নীলরা। জমে ওঠে যার যার গ্রুপে টিকে থাকার লড়াই।

দুই ম্যাচ শেষে ডি গ্রুপের শীর্ষে ব্রাজিল, গ্রুপ সি’তে আর্জেন্টিনা আছে দ্বিতীয় স্থানে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের প্রতিপক্ষ সৌদি আরব, আর্জেন্টিনা নামবে স্পেনের বিপক্ষে। উভয় দলই যদি নিজেদের ম্যাচে জয় পায়, তাহলে কোয়ার্টার ফাইনালে দেখা হয়ে যেতে পারে দুই পরাশক্তির।

সৌদির বিপক্ষে ব্রাজিলের পক্ষে অনায়াসে বাজি ধরা গেলেও স্পেনের বিরুদ্ধে ঘাম ঝরবে আর্জেন্টিনার।