১৩ জুন থেকে শুরু হবে ঈদের বিশেষ স্টিমার সার্ভিস

0
১৩ জুন থেকে শুরু হবে ঈদের বিশেষ স্টিমার সার্ভিস

বাংলাদেশ অভ্যন্তরীন নৌপরিবহন সংস্থা-বিআইডব্লিউটিসি আগামী ১৩ জুন থেকে ঈদুল ফিতরের বিশেষ সার্ভিস শুরু করবে। রাষ্ট্রীয় এ সংস্থার চারটি নিয়মিত জাহাজের সঙ্গে আরও দুটি যুক্ত হয়ে মোট ছয়টি স্টিমার নিয়ে এবারের ঈদে ঘরে ফেরা মানুষকে পৌঁছে দেবে।

২৪ জুন পর্যন্ত বিশেষ এ নৌসার্ভিস চলবে। তবে যাত্রী চাপ বেশি থাকলে সময় আরও বাড়ানো হবে বলে জানা যায়।

বরিশাল বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক সৈয়দ আবুল কালাম আজাদ বলেন, আগামী ১৩ জুন ঢাকা থেকে বিআইডব্লিউটিসির পিএস মাহমুদ ও লেপচা জাহাজ ছাড়ার মাধ্যমে ঈদের বিশেষ যাত্রা শুরু করা হবে। তাছাড়া জাহাজ টার্ন, মধুমতী, এমভি বাঙালি ও অস্ট্রিচ ঈদে যাত্রী পরিবহন করবে। ঈদে ঘরে ফেরা মানুষকে যাত্রীসেবা নিশ্চিত করতে ইতোমধ্যে সব ধরনের ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

তিনি বলেন, ঈদে ঘরমুখো যাত্রীদের ভোগান্তি লাঘবে জাহাজের ৫০ শতাংশ টিকিটের আবেদন ১৫ রমজান থেকে অনলাইনে দেয়া হয়েছে।

এসব জাহাজ বরিশাল-ঢাকা-চাঁদপুর, ঝালকাঠী, পিরোজপুর, হুলারহাট ও মোরলগঞ্জ রুটে চলাচল করবে। সরকারের সংস্থা হওয়ায় জাহাজের ভাড়া বৃদ্ধির কোনো কারণ নেই বলেও জানান আবুল কালাম আজাদ।