২৪ ঘন্টায় করোনা সংক্রমণের হার ২২.৫০ শতাংশ

0
বাদুড়ের দেহে মিলল ২৪ রকমের নতুন করোনাভাইরাস

ইনসাইড ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় কোভিড-১৯ সংক্রমিত হয়ে ৭৭ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ৪ হাজার ৩৩৩ জনের।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৮৪৪ জনের। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার ২২ দশমিক ৫০ শতাংশ।

আজ শনিবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্যটি জানানো হয়েছে। গত দিনের তুলনায় নতুন রোগীর সংখ্যা কমলেও পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার বেড়েছে।

গতকাল ২৭ হাজার ৬৫৩ জনের নমুনা পরীক্ষা করার মাধ্যমে ৫ হাজার ৮৬৯ জনের শরীরে করোনার জীবণু পাওয়া যায়। রোগী শনাক্তের হার পাওয়া গিয়েছিল ২১ দশমিক ২২ শতাংশ।

দেশে এখনো পর্যন্ত কোভিড-১৯ সংক্রমিত শনাক্ত রোগীর সংখ্যা মোট ৮ লাখ ৮৩ হাজার ১৩৮। মৃত্যু হয়েছে মোট ১৪ হাজার ৫৩ জনের। সুস্থের সংখ্যা ৮ লাখ ৮৫৪ জন।

সর্বশেষ ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ২০ জনের মৃত্যু হয়েছে চট্টগ্রাম বিভাগে। খুলনায় ১৯ জন, আর ঢাকায় মারা গেছেন ১৭ জন।