আগামী ৫ আগস্ট শেষ হবে করোনা সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউন। ৫ তারিখের পর বিধিনিষেধ তুলে দিয়ে সকল দোকান, ব্যবসাপ্রতিষ্ঠান ও বিপণিবিতান খুলে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। রোববার রাজধানীর নিউমার্কেটে দোকান মালিক সমিতির কার্যালয়ে এ দাবি জানায় দোকান মালিক সমিতি।
দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন জানান, ২০২০ সালে শুরু হওয়া করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ার পর থেকে এ পর্যন্ত মোট ২৭০ দিন দোকানপাট বন্ধ রাখতে হয়েছে ব্যবসায়ীদের। এতে গত দেড় বছরে ব্যবসায়ীদের ক্ষতি হয়েছে ২৭ লাখ কোটি টাকা।
সংবাদ সম্মেলনে ৫ আগস্টের পর দোকান খোলার সঙ্গে মালিক সমিতি চার দফা দাবি প্রকাশ করে। দাবি সমূহের মধ্যে রয়েছে দেশজুড়ে ভ্যাকসিন প্রদানের ব্যবস্থা করা, মাস্ক পরিধান নিশ্চিত করতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োগ এবং করোনায় দোকান বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ প্রণোদনা দেওয়া।
বাংলাদেশ দোকান মালিক সমিতির তথ্যানুসারে, বাংলাদেশে প্রায় ৫৫ লাখ ক্ষুদ্র ও অতিক্ষুদ্র ব্যবসায়ী আছেন। এছাড়াও সংশ্লিষ্ট খাতে কর্মচারীর সংখ্যা প্রায় দুই কোটির বেশি। ফলে করোনা পরিস্থিতিতে তাঁদের পাশাপাশি অন্যরাও মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন।