অটোরিকশা চুরিতে পুরুষের পাশাপাশি কাজ করছেন নারীরাও

0

ময়মনসিংহে অটোরিকশা ছিনতাইয়ে পুরুষের পাশাপাশি এখন নারীরাও জড়িত হতে দেখা যাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ময়মনসিংহ জেলা ডিবি পুলিশ দুই নারীসহ চোর চক্রের মোট চারজনকে গ্রেপ্তার করেছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- খোরশেদ আলম (৩৬), মোছা. ইয়াসমিন আক্তার (৩০), বকুল মিয়া (২৫), মোছা. শেফালী বেগম (৩০)। গাজীপুর জেলার হোতাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত ১২ এপ্রিল ময়মনসিংহের গৌরীপুরের কলতাপাড়া এলাকায় শাহিনুর ইসলাম (৫২) নামের একজন অটোরিকশা চালককে খুন করে এই চক্রটি। এরপর জেলা পুলিশ সুপার আহমার উজ্জামান চক্রটিকে গ্রেপ্তারে জেলা ডিবি পুলিশকে নির্দেশ দিলে ডিবি পুলিশ তদন্তে নামে। এরপর হাসপাতালের সিসি ফুটেজ থেকে চক্রটিকে শনাক্ত করা হয়।

ডিবি ওসি শাহ কামাল জানান, চক্রটি যাত্রী সেজে অটোরিকশায় উঠে চালককে নেশামিশ্রিত জুস খাওয়ায়। এরপর অটোরিকশা নিয়ে পালিয়ে যায়। একই চক্র গত ২৬ জুন তারিখে নান্দাইল উপজেলায় একজন চালককে অজ্ঞান করে অটো নিয়ে পালিয়ে গিয়েছিল। পরে সেই চালক চিকিৎসার পর সুস্থ হয়ে থানায় মামলা দায়ের করেন।

ডিবি ওসি জানান, আসামিদের দেওয়া তথ্য অনুসারে গতকাল বৃহস্পতিবার নেত্রকোনা জেলার দুর্গাপুর থেকে অটোরিকশা দুটি উদ্ধার করা হয়েছে।