অনলাইনে বিয়ে করা স্বামীর সঙ্গে ঝগড়া করে আত্মহত্যা

0

অনলাইনে বিয়ের ৩ মাস পর পলি খাতুন নামের ১৮ বছরের এক তরুণীর এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের তরুণীর নিজের বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত পলি খাতুন বহুলী ইউনিয়নের ডুমুর ইছা গ্রামের মোজ্জাম্মেল শেখের মেয়ে এবং রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের দেউজি ডাঙ্গারপাড়া গ্রামের জয়নাল আবেদীনের ছেলে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের স্ত্রী।

স্থানীয় ইউপি সদস্য আওয়াল শেখ বলেন, প্রায় ৩ মাস আগে সিঙ্গাপুর প্রবাসী ফেরদৌস হাসানের সঙ্গে পলির অনলাইনে বিয়ে হয়েছিল।

তিনি জানান, প্রবাসী স্বামীর সঙ্গে মোবাইলে ঝগড়ার এক পর্যায়ে রাতে পলি ঘরের তীরের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

সদর থানার ওসি বাহাউদ্দিন ফারুকী সাংবাদিকদের বলেন, খবর পেয়ে আমরা লাশটি উদ্ধার করে হাসপাতাল মর্গে প্রেরণ করেছি। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।