অন্তঃসত্ত্বা স্ত্রীকে বস্তায় ভরে নদীতে ডুবিয়ে হত্যা চেষ্টা

0
সুনামগঞ্জ Sunamganj

শুক্রবার সন্ধায় হাত-পা-মুখ স্কচটেপ দিয়ে বেঁধে অন্তঃসত্ত্বা স্ত্রীকে বস্তায় ভরে নদীতে ডুবিয়ে হত্যাচেষ্টার ঘটনায় সুনামঞ্জের তাহিরপুর থানায় স্বামী, শ্বশুর, দেবরসহ পাঁচজনের নামে মামলা দায়ের করা হয়েছে।

রবিবার হত্যাচেষ্টার শিকার মাইফুল নেছা বাদী হয়ে এই মামলা দায়ের করেন।

মাইফুল নেছা উপজেলার উওর বাদাঘাট ইউনিয়নের বাদলারপাড় গ্রামের ক্বারী নিজাম উদ্দিনের মেয়ে।

মামলার আসামিরা হলেন – জেলার দোয়ারাবাজার উপজেলার চৌধুরীপাড়ার (বর্তমানে) তাহিরপুরের ভোলাখালী গ্রামের বাসিন্দা সাজিদুল মিয়ার ছেলে অন্তঃসত্ত্বার স্বামী আবু তাহের জান্নাত, তার সহোদর বাবুল মিয়া, জাকির হোসেন, শ্বশুর সাজিদুল মিয়া, তাদের সহযোগী তাহিরপুরের ননাই (টেন্ডারপাড়া) গ্রামের মৃত হাছেন আলীর ছেলে আলী হোসেন।