*নিচের কোন প্রশ্নটি গুরুত্বপূর্ণ?
১. আমি আপনার কে হই?
২. আপনি আমার কে?
৩. এখন সময় কত?
৪. উপরের সবকটিই।
প্রশ্নের সঠিক উত্তরটি জানার আগে আসুন আমরা আমাদের শব্দভান্ডারে অযত্নে সমাধিকৃত একটি শব্দের সযত্নে পোস্টমর্টেম করে আসি!
শব্দটি হলো ‘ম্যানারিজম’। আনুমানিক ষোড়শ শতাব্দীতে ইতালীয়ান শিল্পী ভাসারী সর্বপ্রথম এই শব্দটি ব্যবহার করেন। এই ‘ম্যানারিজম’ শব্দটির উৎপত্তি ইতালীয়ান শব্দ ‘ম্যানিয়েরা’ থেকে; যার অর্থ বিশেষ রীতিনীতি বা আদব-কায়দা এবং এই শব্দটি বর্তমানে আমাদের কাছে ‘ম্যানার’ হিসেবে প্রচলিত।
তো এই ম্যানার জিনিসটা দিয়ে আপনি কী করবেন? খাবেন, মাথায় মাখবেন না কোলবালিশ বানিয়ে জড়িয়ে ধরে শুয়ে থাকবেন; সেটা জানার আগে আপনার জানা দরকার এটা আসলে আপনার জন্য কতটা জরুরি?
ছোটবেলায় আপনাকে ছয়টি রোগের টীকা দেওয়া হয়েছিল কিনা সেটা আপনার মনে না থাকলেও বাচ্চাদের টীকা দিতে নিশ্চই দেখেছেন? এই ম্যানারটাও আপনার জন্য ঐ টীকার মতই গুরুত্বপূর্ণ। পার্থক্য শুধু এই টীকা শারীরিক নয়, মানসিকভাবে নিতে হয়।
আর যদি এই টীকা আপনি না নেন তাহলে আপনাকে মানসিক বিকারগ্রস্ত বলার আইনগত অনুমতি না থাকলেও মানবিক অধিকার প্রত্যেকের আছে!
এই ম্যানার হাতে কলমে শিখিয়ে দেওয়ার বস্তু নয়, বরং দেখে-দেখে শিখার বিষয়। কিন্তু যারা চোখ থেকেও অন্ধ; তাদের জন্য ‘কমন নাউন’ এর মত কিছু ‘কমন ম্যানারে’র উদাহরণ হলো-
* অপরিচিত ব্যক্তিকে ‘আপনি’ সম্বোধন করা।
* কারো রুমে ঢুকার আগে দরজা নক করা।
* রুমে ঢুকা/ বের হওায়ার সময় দরজাটা আবজে দেওয়া।
* কেউ অসুস্থ থাকলে অথবা পাশে ঘুমোলে কিংবা কারো পরীক্ষা থাকলে যথাসম্ভব আস্তে কথা বলা এবং সব রকম হৈ-হুল্লোড় থেকে বিরত থাকা।
এবার আসি আমার প্রশ্নে। বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহ ম্যানারজনিত রোগে আক্রান্ত ব্যক্তির প্রাথমিক চিকিৎসার প্রাথমিক প্রচেষ্টা হিসেবে উপরিউক্ত প্রশ্ন তিনটি মাথায় রাখা জরুরি। কাউকে অনলাইন বা এয়ারলাইনে নক করার আগে মাথায় রাখা উচিত- আমি তার কে হই? সে আমার কে এবং এখন কটা বাজে?
আপনার সম্পর্কের উপর নির্ভর করবে কোন সময়ে আপনি কাকে নক করবেন এবং কোন সময়ে করবেন না।
ম্যানারজনিত রোগ ক্যান্সারের মত যাদের রক্ত, মাংস গলিয়ে হাড়ে পৌঁছে গেছে। তাদের পক্ষে এখনো সময় এবং সম্পর্কের হিসেবটা ডাল চালের খিচুড়ির মত গুলিয়ে ফেলাটা অস্বাভাবিক নয়। তাদের উদ্দেশে আরো সরাসরি বলতে চাই-
আপনি কারো লতায়-পাতায়-ছাতায়-মাথায় কোন এক আত্মীয়, আপনি কারো অপরিচিত-অল্পপরিচিত-অর্ধপরিচিত সল্পকালের অনলাইন ফ্রেন্ড, কারো জুনিয়র অথবা কারো স্টুডেন্ট যেই হোন না কেন রাত ১০টা থেকে সকাল ৮টা পর্যন্ত তাঁকে অনলাইন বা এয়ারলাইনে নক করে নিজেকে ‘ম্যানারলেস’ হিসেবে পরিচয় দেয়া থেকে বিরত থাকুন।
আশা করি আমার উপরিউক্ত প্রশ্নের সঠিক উত্তরটি এতক্ষণে সবাই পেয়ে গেছেন।
আর কেউ যদি এখনো সঠিক উত্তরটি সুনিশ্চিত করতে সন্দিহান হয়ে থাকেন; অথবা, কারো চক্ষুযুগলের সুবিশাল সন্ধানী দৃষ্টি যদি পাঁচ নাম্বার অপশন হিসেবে ‘উপরের কোনটিই নয়’ এর সন্ধান করেন তবে বলব- আপনি মুড়ি খান। আমি চললাম।
Khadizatul Kubra Sonya