অবশেষে খাবার পেলো বিহারের ক্ষুধার্ত বানরগুলো

0
অবশেষে খাবার পেলো বিহারের ক্ষুধার্ত বানরগুলো

বুধবার সকাল ১০টায় রাঙ্গামাটির রাজবন বিহারের ক্ষুধার্ত বানরদের খাবার দিয়েছেন রাঙামাটির জেলা প্রশাসক।

বিহার প্রাঙ্গণে বানরদের এ খাবার দেওয়ার সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মামুন, বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসাসহ অন্যান্যরা।

জানা যায়, করোনায় কঠোর বিধিনিষেধে বিহারে পূণ্যার্থী প্রবেশে নিষেধাজ্ঞার কারণে খাবার সংকটে পড়েছিলো সহস্রাধিক বানর। কারণ পূণ্যার্থীদের দেয়া খাবার ও বৌদ্ধ ভিক্ষুদের উচ্ছিষ্ট খাবার খেয়েই বেঁচে থাকে এখানকার বানরগুলো।

এ বিষয়ে রাজবন বিহার কমিটির সাধারণ সম্পাদক অমীয় খীসা বলেন, জেলা প্রশাসকের এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। জেলা প্রশাসক বানরগুলোর খাদ্যের জন্য দ্রুত আবেদন করতে বলেছেন। আমার দ্রুততম সময়ের মধ্যেই আবেদন করবো। এছাড়া বানরগুলোকে বাঁচাতে সকলকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান জানান, উনি বিভিন্নভাবে জানতে পারেন বিহারের বানরগুলো খাদ্য সংকটে রয়েছে। তাই খাবারের ব্যবস্থা করেন এবং বিহার কমিটিকেও এ বিষয়ে আবেদন করতে বলেছেন তিনি। কমিটির আবেদন পেলে খাদ্য সহায়তা অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।