অবশেষে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে দুজন রোগী ভর্তির মাধ্যমে চালু হলো পাঁচ শয্যার আইসিইউ ইউনিট।
এ বিষয়ে পটুয়াখালী জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম সিপন জানান, করোনা মহামারীর সময় হাসপাতালে আইসিইউ সেবাটি গুরুত্বপূর্ণ ছিল। বহুদিনের প্রত্যাশিত এই পাঁচ বেডের আইসিইউ চালু হওয়ায় এখন আর জরুরী সেবার জন্য কষ্ট করে বরিশাল যেতে হবে না।
এদিকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. হাবিবুর রহমান জানান, হাসপাতালে কোভিড আইসিইউ চালুর আগে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তিন দিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। সেখানে তাদের বিশেষজ্ঞ চিকিৎসক ও সেবিকাদের প্রশিক্ষণ প্রদান করা হয়েছে।
প্রসঙ্গত করোনাভাইরাস মহামারী আকার ধারণ করার পর থেকেই পটুয়াখালীতে আইসিইউ স্থাপনের দাবি তোলা হয় এবং তারই প্রেক্ষিতে সরকার এখানে আইসিইউ নির্মাণ প্রক্রিয়া শুরু করে। কিন্তু মাঝে অনিবার্য কারণবশত সেটি পিছিয়ে গিয়েছিল।