অবশেষে পদত্যাগ করতে বাধ্য হলেন জ্যাকব জুমা

0
জ্যাকব জুমা

ক্রমাগত রাজনৈতিক চাপের মুখে অবশেষে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট জ্যাকব জুমা পদত্যাগ করলেন। স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে দেওয়া টেলিভিশন ভাষণে পদত্যাগের ঘোষণা দেন আফ্রিকান ন্যাশনাল কংগ্রেসের (এএনসি) এই নেতা।
জ্যাকব জুমা
ভাষণে পদত্যাগের ঘোষণায় জ্যাকব জুমা দাবি করেন, তিনি ভুল কিছু করেননি। এএনসি তাঁর সঙ্গে যে আচরণ করেছে এবং যেভাবে পদত্যাগের জন্য সময়সীমা বেঁধে দিয়েছে, সেটিকে অন্যায় বলেও উল্লেখ করেন তিনি।

বর্ষীয়ান এই নেতার ওপর ক্রমেই পদত্যাগের চাপ বাড়ছিল। যার পরিপ্রেক্ষিতে ক্ষমতাসীন দল এএনসি জানিয়েছিল, জুমা বুধবারের মধ্যেই পদ থকে সরে না দাঁড়ালে তাঁর বিরুদ্ধে বৃহস্পতিবার সংসদে অনাস্থা প্রস্তাব আনা হবে। দীর্ঘদিন ক্ষমতায় থাকা জ্যাকব জুমার বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে।

জ্যাকব জুমার ওপর পদত্যাগের চাপ বাড়তে থাকার মধ্যে তাঁর সঙ্গে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালী গুপ্ত পরিবারের বাড়িতে হানা দেয় পুলিশ। বিবিসি জানায়, এ অভিযানে পুলিশ তিনজনকে আটক করেছে।