চল্লিশ বছরের চাকরিজীবন শেষে নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানার সহকর্মীদের ছিটানো ফুলের পাপড়ি মাথায় নিয়ে সোমবার সকালে বাড়ি গেলেন পুলিশ কনস্টেবল মো. নূর হোসেন।
এদিন সকালে তার হাতে উপহার তুলে দেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার।
পরে সুসজ্জিত গাড়িতে ফুলের পাপড়ি ছিটিয়ে আবেগঘন পরিবেশে সৎ কনস্টেবল মো. নূর হোসেনকে বাড়ি পাঠানো হয়। ১ সেপ্টেম্বর ২০২১ এতিনি ৪০ বছরের চাকরিজীবনের ইতি টানেন।
অবসরপ্রাপ্ত কনস্টেবল মো. নূর হোসেন নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার ছয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড লক্ষণপুর গ্রামের মৃত মমতাজ মিয়ার ছেলে। বর্তমানে সংসারে তার স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রয়েছে।
বিদায় বেলায় মো. নূর হোসেন তার বক্তব্যে বলেন, সহকর্মীরা তাকে যে সম্মান দিয়েছেন এতে তার সারাজীবনের সকল দুঃখ-কষ্টের স্মৃতিগুলো মুছে গেছে। বাকি জীবনে সুস্থতার জন্য সবার দোয়া কামনা করেন তিনি।
কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার জানান, কর্মজীবনের পুরোটা সময় জুড়ে সততাও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করায় বিদায় মুহূর্তে মো. নুর হোসেনকে সম্মানিত করা হয়েছে।