অবসরে যাচ্ছেন বিচারপতি কেনেডি, প্রভাব বাড়ছে ট্রাম্পের!

0
অবসরে যাচ্ছেন বিচারপতি কেনেডি, প্রভাব বাড়ছে ট্রাম্পের

অবসরে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের বিচারপতি অ্যান্থনি কেনেডি। আগামী ৩১ জুলাই অবসর নিতে যাচ্ছেন বলে এক চিঠিতে উল্লেখ করেছেন তিনি। এর ফলে সর্বোচ্চ আদালতে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত হতে যাচ্ছে। এতে সর্বোচ্চ আদালতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রভাব বেড়ে যাবে বলে মনে করা হচ্ছে।

সুপ্রিম কোর্টে অ্যান্থনি কেনেডিই যুক্তরাষ্ট্রের দ্বিতীয় সর্বোচ্চ বয়স্ক বিচারপতি। ৮১ বছর বয়সী এই বিচারপতি প্রেসিডেন্ট ট্রাম্পকে এক চিঠিতে বলেন, সর্বোচ্চ আদালতে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। পরিবারে আরো সময় দিতে তিনি অবসরে যাচ্ছেন বলে জানান তিনি।

প্রসঙ্গত, সুপ্রিম কোর্ট মার্কিন যুক্তরাষ্ট্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিতর্কিত আইন, কেন্দ্রীয় সরকার ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে বিবাদ ইত্যাদি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে থাকে এই সর্বোচ্চ আদালত।

এ ছাড়া কারো মৃত্যুদণ্ড কার্যকর হবে কি না, সে বিষয়েও চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়া এই আদালতে।