অবৈধ লেনদেন এর সাথে জড়িত সন্দেহে ৮ বিকাশ এজেন্ট আটক

0
বিকাশ

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে অবৈধ লেনদেন ও অর্থপাচারের মামলায় ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠান আট এজেন্টকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

৩ জানুয়ারি বুধবার রাতে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই ব্যক্তিদের গ্রেফতার করা হয়।

সিআইডির জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার শারমিন জাহানবিষয়টি নিশ্চিত করেছেন।
বিকাশ
শারমিন জানান, বিদেশ থেকে পাঠানো অর্থ অবৈধভাবে বিকাশের মাধ্যমে হুন্ডি করার অভিযোগে অর্থপাচার আইনে আটজনের বিরুদ্ধে নয়টি মামলা ছিল।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, ৪ জানুয়ারি বৃহস্পতিবার সিআইডির মালিবাগ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে গ্রেফতারকৃতদের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে