অলোচনার জন্য চীনে গেছেন ট্রাম্প

0
অলোচনার জন্য চীনে গেছেন ট্রাম্প

গত বুধবার চীনে গেছেন এশিয়ায় ঐতিহাসিক সফরের অংশ হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও স্ত্রী মেলানিয়া ট্রাম্প। বেইজিংয়ে তাদের লালগালিচা সংবর্ধনা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সফরে শির সঙ্গে ট্রাম্পের বৈঠকে উত্তর কোরিয়ার পারমাণবিক হুমকি প্রাধান্য পাবে।

অলোচনার জন্য চীনে গেছেন ট্রাম্প

এর আগে ট্রাম্প গিয়েছিলেন দক্ষিণ কোরিয়ায়। দেশটির পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি উত্তর কোরিয়াকে উদ্দেশ করে বলেন, আমাদের সঙ্গে লাগতে আসবেন না। এর আগে জাপান গিয়েও প্রধানমন্ত্রী শিনজো আবের সঙ্গে আলাপের পর সংবাদ সম্মেলনে ট্রাম্প পিয়ংইয়ংকে কড়া ভাষায় হুশিয়ারি দেন।

দক্ষিণ কোরিয়ার পার্লামেন্টে দেওয়া ভাষণে উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। এর আগে চীনের প্রেসিডেন্টের প্রশংসা করেছিলেন তিনি।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে