২০১৭-১৮ সীজনের বাংলাদেশ প্রিমিয়ার লীগ(BPL) এর অষ্টম আইকন প্লেয়ার হিসেবে যুক্ত হলো মুস্তাফিজুর রহমানের নাম।
২০১৬-১৭ সীজনের বিপিএলে মোট ৭টি দল থাকায় সে আসরে প্রতিটি দল একজন করে আইকন প্লেয়ারকে দলে নেয়ার সুযোগ পায়।এবছর নতুন ফ্র্যাঞ্চাইজি হিসেবে সিলেটের নাম যোগ হওয়ার পরই নতুন আইকন প্লেয়ার হিসেবে মুস্তাফিজুরের নাম ঘোষিত হয়।
আগামী আগস্টের ২৪ তারিখ পর্যন্ত প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের আইকন প্লেয়ারকে বেছে নেয়ার সুযোগ পাবে।
৮টি দল নিয়ে আগামী আসর শুরু হতে যাওয়া বিপিএল এর ৫টি দলই ইতিমধ্যে তাদের আইকন প্লেয়ারকে দলে ভিড়িয়ে নিয়েছে।
★মাশরাফি মর্তুজা–রংপুর রাইডার্স।
★সাকিব আল হাসান–ঢাকা ডাইনামাইটস
★তামিম ইকবাল–কুমিল্লা ভিক্টোরিয়ানস
★মাহমুদুল্লাহ–খুলনা টাইটানস
★মুশফিকুর রহিম–রাজশাহী কিংস
বরিশাল বুলস,চিটাগং ভাইকিংস এবং সিলেট এখনো কোনো আইকন প্লেয়ারকে দলে নেয়নি।
সৌম্য সরকার, সাব্বির রহমান এবং মুস্তাফিজুর রহমান এ ৩জন থেকে ফ্র্যাঞ্চাইজিগুলো যেকোনো একজন করে বেছে নিতে পারবেন।
বিপিএল গভর্নিং কাউন্সিল এর সভাপতি ইসমাইল হায়দার মালিক এর ভাষ্যমতে; এ সীজন থেকে প্রতি ম্যাচে সর্বোচ্চ ৫জন এবং সর্বনিম্ন ৩ জন বিদেশী প্লেয়ার একাদশে খেলতে পারবেন।
প্রতিটি দল যত খুশি তত বিদেশী প্লেয়ার কিনে তাদের দলে রাখতে পারবেন। এক্ষেত্রে কোনো ধরাবাঁধা নেই।
তিনি আরো উল্লেখ করেন যে, আগামী ৪ নভেম্বরে বিপিএল শুরু হওয়ার পরিবর্তে আগামী ২নভেম্বরে বিপিএল শুরু হতে যাচ্ছে।
তথ্যসূত্রঃ ESPN