আইনমন্ত্রী প্রধান বিচারপতির বাসায়

0

আইনমন্ত্রী আনিসুল হক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার বাস ভবনে গিয়েছেন । আজ বৃহস্পতিবার বিকাল চারটা পাঁচ মিনিটের দিকে তিনি এস কে সিনহার বাসভবনে প্রবেশ করেন এবং চারটা ঊনচল্লিশ মিনিটে বের হয়ে আসেন।
আইনমন্ত্রী প্রধান বিচারপতির বাসায়
আইন মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা ড. রেজাউল করীম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রধান বিচারপতির বাসা থেকে বের হয়ে আসার পথে আইনমন্ত্রী সাংবাদিকদের কোনও মন্তব্য করেননি।

আইনমন্ত্রী এর আগে সুপ্রিম কোর্টে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেন। সোয়া এক ঘণ্টাব্যাপী ওই বৈঠক শেষে আইনমন্ত্রী বলেছিলেন, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করে আইন মন্ত্রণালয়। আমি দায়িত্বে থাকাবস্থায় এর আগেও দুই জন বিচারপতিকে সব ধরনের সহযোগিতা করেছি। নতুন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির প্রতিও সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবো।

উল্লেখ্য, গত ২ অক্টোবর এক মাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে চিঠি পাঠান প্রধান বিচারপতি এস কে সিনহা। ওই রাতেই আপিল ডিভিশনের বিচারপতিদের জ্যেষ্ঠতার ভিত্তিতে ওয়াহহাব মিঞাকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি করে গেজেট প্রকাশ করে আইনমন্ত্রণালয়।

আপনার মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে