আওয়ামীলীগের প্রার্থীসহ ১৩ নেতাকর্মী বহিষ্কার

0
কক্সবাজার Cox's Bazar

কক্সবাজার জেলায় দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নির্বাচনে অংশ নেওয়ায় ১৩ নেতাকর্মীকে দল থেকে সাময়িক বহিষ্কার করেছে কক্সবাজার জেলা আওয়ামী লীগ। এদের মধ্যে ১১জন প্রার্থী এবং ২ জন প্রার্থীর সহযোগী হিসেবে ইউপি ও পৌরসভা নির্বাচনে অংশ নিচ্ছেন।

বুধবার দুপুর ১২টায় গনমাধ্যমের কাছে তাদের সাময়িক বহিষ্কারের তথ্য নিশ্চিত করেছেন জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী এবং সাধারণ সম্পাদক মুজিবুর রহমান।

বহিষ্কৃতরা হলেন- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী নুর হোসেন, পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নের মোহাম্মদ শহিদুল্লাহ বিএ, মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের মোশারফ হোসেন খোকন, মাতারবাড়ী ইউনিয়নের এনামুল হক রুহুল, , হ্নীলা ইউনিয়নের কামাল উদ্দিন আহমদ , মাস্টার মোহাম্মদ উল্লাহ, আবদুস সাত্তার, হোয়ানক ইউনিয়নের মীর কাসেম চৌধুরী, ওয়াজেদ আলী মুরাদ, কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সিরাজদৌল্লাহ এবং মাস্টার রুহুল আমিন।

এছাড়াও দলীয় প্রার্থীর বিপক্ষে গিয়ে ছেলে শাহাজাহানের পক্ষে প্রচারণা চালানোর দায়ে টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাফর আলম, মহেশখালীর হোয়ানক ইউনিয়নের সাধারণ সম্পাদক জাফর আলম জহুরকেও দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক এম.এ মনজু এর স্বাক্ষরিত এক চিঠিতে তাদের চূড়ান্তভাবে কেন বহিষ্কার করা হবে না তা আগামী ১৭ই সেপ্টেম্বরের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ জারি করা হয়েছে। অন্যথায় তাদের চূড়ান্তভাবে বহিষ্কারের জন্য আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদ বরাবর সুপারিশ পাঠানো হবে।