অস্ট্রেলিয়া আসবে, অস্ট্রেলিয়া আসবে না। নানান শর্ত বেঁধে দিল, বিসিবি সেসব পূরণ করবে না-কি করবে না! এত এত চাহিদার মারপ্যাচে সিরিজ কি গড়াবে মাঠে? জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া বাংলার মাটিতে পা রাখে।
যেনো জমিদারের আগমন। সাজ সাজ রব, সর্বোচ্চ সতর্কতা, বিগ বাজেটের দুঃসাহস। মাঠের বাইরের খেলায় অজিদের নবাবীকে প্রশ্রয় দিয়ে সমালোচিত বাংলাদেশ ক্রিকেট বোর্ড। করোনার ঘোর দুঃসময়ে সিরিজ আয়োজনে সম্ভান্য খরচ প্রায় ২০ কোটি টাকা।
আজ মাঠে গড়াচ্ছে ম্যাচ। এত প্রতীক্ষা এর আগে কখনও কোনো সিরিজের জন্য বাঙালি করেছে কি-না কে জানে! জবাব দিতে হবে মাঠে। ২০০৫ এর কার্ডিফ রূপকথা, ২০১৭ তে মিরপুর মহাকাব্য। ওয়ানডে, টেস্টে হলুদ সেনাদের দম্ভ চূর্ণ করা গেছে।
ক্রিকেটের ক্ষুদ্র সংস্করণে জয় অধরা। লড়াই হয়েছে মোটে চার ম্যাচ। আশার কথা, আজ টাইগার বাহিনী মাঠে নামবে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচে জয়ের আত্মতৃপ্তি নিয়ে। আত্মবিশ্বাসে বলিয়ান থাকলে বাঙালি সব পারে। সেটি আরেকবার প্রমাণ করার সময় এলো বলে।