ভারতের প্রাচীন ফুটবল টুর্নামেন্টে মোহামেডান-শেখ জামাল

0
ভারতের প্রাচীন ফুটবল টুর্নামেন্টে মোহামেডান-শেখ জামাল

একটা সময় বাংলাদেশ ও ভারতের ফুটবল কোয়ালিটি ছিল প্রায় সমানে সমানে। ভারতের টুর্নামেন্টগুলোকে নিয়মিতই খেলার আমন্ত্রণ পেতো বাংলাদেশের ক্লাবগুলো। দিন পাল্টেছে, দুই দলের ফুটবলে এখন বিস্তর ফারাক।

পুরনো দিনের কথা মনে করালো ভারত। ঐতিহ্যবাহী টুর্নামেন্ট ডুরান্ড কাপে খেলার আমন্ত্রণ জানায় বাংলাদেশের শীর্ষ দুই ক্লাব মোহামেডান স্পোর্টিং ও শেখ জামাল ধানমন্ডিকে। প্রস্তাব পেলেও টুর্নামেন্টে খেলার বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি ক্লাব দু’টি।

ভারতের প্রাচীন এই টুর্নামেন্টের ১৩০তম আসর বসবে আসছে সেপ্টেম্বরে। কলকাতার যুবভারতী স্টেডিয়ামে কিক অফ শুরু হবে ৫ সেপ্টেম্বর। ফাইনাল ৩ অক্টোবর। ১৬টি দল চারটি গ্রুপে ভাগ হয়ে শিরোপার লড়াইয়ে নামবে।

আগে এতে অংশ নিলেও বিগত এক দশকে খেলেনি বাংলাদেশি কোনো ক্লাব। বাংলাদেশ প্রিমিয়ার লিগ নির্ধারিত সময়ে শেষ না হওয়ায় ডুরাল্ড কাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তায় আছে মোহামেডান ও শেখ জামাল।