দেশের মোট ২৮৩টি কেন্দ্রে একযোগে সকাল ১০-১২টা পর্যন্ত ৩৮তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা আগামীকাল শুক্রবার অনুষ্ঠিত হবে।
৩৮তম বিসিএস প্রিলিমিনারিতে তিন লাখ ৪৬ হাজার ৫৩২ প্রতিযোগী অংশ নেয়ার কথা রয়েছে। দেশের মোট ২৮৩ কেন্দ্র এ পরীক্ষা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে, বাংলাদেশ কর্ম কমিশন (পিএসসি)। এর মধ্যে ঢাকায় রয়েছে ১৬২টি কেন্দ্র। অন্যান্য বিবিএস পরীক্ষার তুলানায় এবার আবেদন পড়েছে সর্বোচ্চ। ৩৭তম বিসিএসে অংশ নেয় দুই লাখ ৪৩ হাজার ৪৭৬ জন।
এই দিকে পিএসসির চেয়ারম্যান ড. মোহাম্মদ সাদিক গণমাধ্যমকে বলেন, সব অনিয়ম এড়াতে আমরা সর্তক। ৩৮তম বিসিএসে সর্বোচ্চ আবেদনকারী হওয়ায় প্রিলিমিনারি পরীক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে।
তিনি বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে পিএসসির সদস্যসহ সকল কর্মকর্তা কেন্দ্র পরিদর্শনে থাকবেন। আগের চাইতে অনেক বেশি সতর্কতা অবলম্বন করতে এসব ব্যবস্থা নেয়া হয়েছে।