নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের তরুণ শিক্ষক ও গবেষক মোবাশ্বার হাসান সিজারের দ্রুত সন্ধান এবং এ ব্যাপারে প্রশাসনের জোরালো পদক্ষেপের দাবিতে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
রোববার সকাল ১০টায় অপরাজেয় বাংলার পাদদেশ এই কর্মসূচি পালন করবে বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা।
নিখোঁজ সিজার ওই বিভাগেরই প্রাক্তন শিক্ষার্থী ছিলেন। ২০০৫ সালে সেখান থেকে তিনি স্নাতকোত্তর পাস করেন। সে সময় তিনি বছরখানেক ঢাকায় সাংবাদিকতাও করেছেন।
গত মঙ্গলবার বিকালে কর্মস্থল থেকে (নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়) বনশ্রীর বাসার উদ্দেশে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছেন ড. সিজার। এর আগে সকাল ৭টায় কর্মস্থলে যাওয়ার উদ্দেশে তিনি বাসা থেকে বের হন। ওই দিন সন্ধ্যা ৬টার পর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। সিজার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের শিক্ষক। শিক্ষকতার পাশাপাশি তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে এটুআই প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন।