নিম্নচাপের প্রভাবে সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। এর ফলে আগামী দু’দিন বৃষ্টি অব্যাহত থাকতে পারে বলে জানা গিয়েছে আবহাওয়ার পূর্বাভাসে।
আজ শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেওয়া এক পূর্বাভাসে বলা হয়েছে হয়েছে, রংপুর, রাজশাহী ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে। এসময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
ভারী বর্ষণের সতর্কবার্তা জানিয়ে আরো জানিয়েছেন, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতিভারী (৮৯ মিলিমিটারের বেশি) বৃষ্টি হতে পারে। এছাড়াও সম্ভাবনা রয়েছে চট্টগ্রামের পাহাড়ের ভূমিধসেরও!