আগামী বছর তিন মেগা প্রজেক্টের উদ্বোধন : ওবায়দুল কাদের

0
ওবায়দুল কাদের

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী বছরে তিনটি মেগা প্রজেক্ট উদ্বোধন করবেন বলে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘জুনে পদ্মা সেতু, পরে কর্ণফুলী, বছর শেষে তরুণ প্রজন্মের স্বপ্নের মেট্রোরেল লাইন-৬ উদ্বোধন হবে।’

রাজধানীর উত্তরায় মেট্রোরেলের জন্য নির্মিত ডিপোতে ভায়াডাক্টের (উড়ালপথ) ওপর ট্রেন চলাচল পরীক্ষণের আনুষ্ঠানিক সূচনা শেষে তিনি আরো বলেন, এটি একটি মাইলফলক। মেট্রো এখন আর স্বপ্ন নয়, এটি দৃশ্যমান বাস্তবতা। সমালোচকরা সমালোচনা ও অপপ্রচার করবে। আমরা জবাব দেব কাজে। শেখ হাসিনা সরকার কাজেই জবাব দেয়। আমরা মেট্রোরেল, পদ্মা সেতুসহ মেগা প্রজেক্ট দিয়ে জাবাব দিচ্ছি।’

মন্ত্রী বলেন, ‘মেট্রোরেল লাইন-৬’র কাজ সার্বিক সম্পন্ন করতে ৬ মাস লাগবে। তাছাড়া ৬টি মেট্রোরেল ২০৩০ এ চলাচল শুরু হবে। এর মধ্যে ৩১ জুলাই পর্যন্ত কাজের ৬৮ দশমিক ২৯ শতাংশ অগ্রগতি হয়েছে। উত্তরা থেকে মিরপুর পর্যন্ত কাজের অগ্রগতি ৮৮ শতাংশ।’